মঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শাকিব খানের পাল্টা অভিযোগ রংবাজ’র নায়িকা না করায় অপু এসব বলছে ।।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১১, ২০১৭ ২:৪৬ পূর্বাহ্ণ

দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর হঠাৎ কেন টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে শাকিব খানকে নিয়ে ব্যক্তি জীবনের ঘটনা ফাঁস করলেন অপু বিশ্বাস? ঢাকার সিনেমা পাড়ায় এটাই এখন মূল আলোচ্য বিষয়। এর জবাবে শাকিব খান দাবি করেছেন, ‘রংবাজ ছবিতে নায়িকা হিসেবে নেওয়া হয়নি বলেই হঠাৎ করে অপু টিভি চ্যানেলে গিয়ে এভাবে কথা বলেছেন।’

শাকিব বলেছেন, ‘সে (অপু) তো বউয়ের মর্যাদা নয়, নায়িকা হতে চায়। নায়িকার মর্যাদা চায়। একটা ছবিতে নায়িকা বানালেই আজকে সে এটা করতো না। আমার স্ত্রী হলে, আমার সাথে কথা না বলে এভাবে গিয়ে কথা বলতো না। রংবাজ ছবির নায়িকা হতে চায়। কিন্তু সে তো শারীরিকভাবে নায়িকা হওয়ার জন্য ফিট না। যে পরিমাণ মোটা হয়েছে, তাকে তো নায়িকা করা যাবে না।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, নবাগত নায়িকা বুবলিকে কেন্দ্র করে শাকিব-অপুর দাম্পত্য জীবনে বিরহ নেমে এসেছে। বুবলির প্রেমে মজেছেন শাকিব। অপুকে বাদ দিয়ে ‘বসগিরি’ ছবিতে বুবলিকে নায়িকা করা হয়েছে শাকিবের অনুরোধে। সেই থেকেই শাকিব-অপুর সংসারে নেমে এসেছে বিরহের মেঘ।

গত বছর অপু বিশ্বাস যখন কলকাতার হাসপাতালে মা হওয়ার জন্য ভর্তি হয়েছেন, তখন শাকিব ব্যস্ত সিনেমার শুটিং নিয়ে। পর পর দুটি সিনেমা করেছেন বুবলির সাথে। অপু বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। মাঝে বুবলি ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশনে শাকিব খানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন ফেসবুকে। এতে ক্ষিপ্ত হয়ে বুবলিকে ফোন করে গালিগালাজ করেন অপু।

এসব ঘটনার পরে সম্প্রতি অপু শাকিবকে অনুরোধ করেন বুবলির সঙ্গে যেন আর সিনেমা না করেন। কিন্তু হঠাৎ করেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় শাকিবের সঙ্গে ‘রংবাজ’ ছবিতে অভিনয় করবেন বুবলি। এতেই ক্ষুব্ধ হন অপু। টিভিতে সরাসরি অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

বিষয়টিকে চক্রান্ত বলে মনে করছেন ঢাকাই সিনেমা ‘কিং খান’ শাকিব। তিনি বলেছেন, ‘এটা চক্রান্ত। শাকিব খানকে ধ্বংস করার চক্রান্ত। শাকিব খান ধ্বংস হওয়া মানে বাংলা চলচ্চিত্র ধ্বংস হওয়া। রংবাজ ছবির নায়িকা হতে পারেনি বলেই হঠাৎ করে এই কাণ্ড করেছে অপু।’

শাকিব আরো বলেছেন, ‘আমার ছেলেটাকে এভাবে দেখতে চাই নাই। আজ আমার দুঃখ লাগে, আমার স্ত্রী যদি হয়, তবে সে এভাবে গিয়ে কথা বলতো না।’

এ প্রসঙ্গে নায়িকা বুবলির সঙ্গে কথা বলার জন্য তার ফোনে চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি বুবলি।

প্রসঙ্গত, প্রায় ১০ মাস নিরুদ্দেশ থাকার পর সোমবার (১০ এপ্রিল) বিকেলে দেশের একটি বেসরাকরি টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে হাজির হন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানে রীতিমতো বোমাই ফাটিয়েছেন তিনি।

অপু দাবি করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ‘নাম্বার ওয়ান’ নায়ক ‘কিং খান’ খ্যাত শাকিব খানের স্ত্রী। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়েছে, যেখানে অপু বিশ্বাস নাম পাল্টে অপু ইসলাম খান নাম ধারণ করেছিলেন। তাদের একটি শিশু সন্তানও রয়েছে, যার নাম আব্রাহাম খান জয়। লাইভ অনুষ্ঠানটিতে সেই শিশু সন্তান কোলে নিয়ে হাজির হয়েছেন অপু বিশ্বাস। সেখানে শাকিব খানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগও প্রকাশ পেয়েছে অপুর কথায়।

অপু জানিয়েছেন, শাকিবের ক্যারিয়ারের স্বার্থেই তার (শাকিব) কথামতো নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শাকিব সত্যিকারভাবে স্বামীর দায়িত্ব পালন করেননি কখনোই। কেবল টাকা-পয়সা দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব সারতে চেয়েছেন। এমনিক কলকাতায় তাদের সন্তান যখন জন্ম নেয় তখনো শাকিব অপুর পাশে ছিলেন না।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি