রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে বরিশাল নগরীতে ব্যাতিক্রমী এক বর্নাড্য পরিচ্ছন্নতা প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন বরিশাল। এবারই প্রথম অন্যরকম আয়োজনে পুরনো জঞ্জাল ধুঁয়ে বাংলা নববর্ষকে বরন করবে বরিশাল নগরবাসী।ইতি মধ্যে প্রচার প্রচারনা শুরু করেছে বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান, জাতীয় / স্থানীয় পত্রিকা,টেলিভিশন, অনলাইন নিউজ পত্রিকা।সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে চলছে প্রচারনা।
আজ বিকাল ৫:৩০ মিনিটে এ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্ভোধন করেন বরিশাল জেলা প্রশাসক ডঃ গাজী মোঃ সাইফুজ্জামান। বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপে এর সম্মানিত সিটিজেন জানালিষ্টররা জেলা প্রশাসকের সাথে স্বতঃস্ফূর্তভাবে অানুষ্ঠানিক প্রচারনা শুরু করে।এসময় তারা নগরীর বিভিন্ন জায়গায় পরিচ্ছন্ন বিষয়ক লিফলেট বিতরণ করার মাধ্যমে পরিষ্কার নগরী গড়ে তোলা ও প্রতিযোগিতার অংশগ্রহন করার আহবান জানান নগরবাসীকে।
ফটোগ্যালারী:











