রির্পোট: জাকারিয়া আলম দিপু.
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা শুরু হয়েছে।চলছে সাধারন মানুষের প্রতিযোগিতা।চলছে মাইকিং চলছে বিভিন্ন গনমাধ্যমে,খবরের কাগজ,টিভি চ্যানেলে প্রচারনা।আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সব চেয়ে বড় সামাজিক যোগাযোগের ও প্রচারনার মাধ্যম ফেসবুকে থেমে নেই প্রচারনা।কিন্তু দুংখের বিষয় কিছু প্রভাবশালী মানুষ প্রতিযোগিতা করছে সরকারী ও সিটি কর্পোরেশনের রাস্তা অবৈধ দখল করার জন্য।অবৈধ দখলদারী মানুষের জন্য মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।অপারেশন ক্লিন বরিশাল আজ থেকে শুরু হয়েছে।রাস্তায় ইট, বালি, খোয়া সহ নির্মানসামগ্রি, ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত।আজ ১ম দিনে অনেক বাড়ির ও ব্যাবসায়িকদের বলার পরও মালামাল না সরানোর জন্য মালামাল বাজেয়াপ্ত হয়।মালামাল একটি স্থানীয় মসজিদের নির্মাণের জন্য দান করা হয় ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার রিপন বিশ্বাস ও নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার উর্মি ভৌমিক।
ফটোগ্যালারী: