রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।। নিহত ব্যক্তিদের অনেকেই শিয়া তীর্থযাত্রী।।তাদের মধ্যে বেশির ভাগই ইরানের নাগরিক বলে জানা গেছে।। একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে কারবালা থেকে বাসযোগে তীর্থযাত্রীরা বাগদাদে ফেরার সময় এই হামলা চালান হয়।। জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।।
(Visited ৩ times, ১ visits today)