হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশ করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিনেমাটি দেখে পলক তার ফেসবুক পাতায় প্রশংসা করে লিখেন- ‘সত্তা’ হাসিবুর রেজা কল্লোলের একটি অসাধারণ চলচ্চিত্রের নাম। ‘সত্তা’ সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভালো সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম। অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল ভাইকে। অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।’
সোহানী হোসেনের ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী পাওলি দাম। এ ছাড়াও এতে অভিনয় করেছেন আশরাফ কবির, নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।
গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সারা দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এরই মধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে এ ছবিটি। সিনেমাটিতে মোট ৭টি গান রয়েছে। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মজনু।