মাশরাফি ফিরে এসো’ স্লোগানে মাশরফি বিন মুর্তজাকে অবিলম্বে টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।আজ শনিবার (০৮ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটে অশ্বিনী কুমার হলের সামনে ক্রিকেটপ্রেমী বরিশালবাসী’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠক মারুফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী,সাধারন মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য দেন প্রভাষক বজলুর রহমান, দূর্বার তারুণ্য সভাপতি জাকারিয়া আলম দিপু, ছাত্রনেতা সোহেল রানা,সাংবাদিক আকিব মাহামুদ, তারেক, ইব্রাহিম মাসুম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির শ্রীলঙ্কার মাটিতে এ ধরনের আকস্মিক অবসর গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাকে টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনতে বিসিবির প্রতি অনুরোধও জানান তারা।