সুইডেনের রাজধানী স্টকহোমের মধ্যাঞ্চলের ব্যস্ততম একটি সড়কে পথচারীদের ভিড়ে একটি ট্রাক ঢুকে পড়ার ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছে। স্টকহোম পুলিশের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে সিএনএন।
স্টকহোম পুলিশ জানিয়েছে, শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় বিকালে এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এটিকে সন্ত্রাসী সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ।
এদিকে, পুলিশের বরাত দিয়ে বিবিসির সংবাদে বলা হয়েছে, পথচারীদের ভিড়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। ট্রাক চাপায় অন্তত তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি’র সংবাদে আরো বলা হয়েছে, ঘটনাস্থলে গুলির শব্দও পাওয়া গেছে।
শহরটিতে পথচারীদের হাটার অন্যতম প্রধান সড়ক ড্রনিংয়েটেন (কুইন স্টিট)। সেখানেই ঘটেছে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা ডিপার্টমেন্ট স্টোরের জানালায় ধাক্কা মেরে একটি ট্রাক ঢুকে পড়তে দেখেন। এরপরই মানুষজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।
ডিপার্টমেন্ট স্টোরে কাজ করা এক প্রত্যক্ষদর্শী সুইডিশ জাতীয় প্রচারমাধ্যম এসভিটি তে বলেছেন, ‘পুরো বিষয়টাই ঘোলাটে। কতজন আহত হয়েছে জানি না। অনেকেই এ ঘটনায় স্তম্ভিত হয়ে গেছে।’
এদিকে, সুইডশ পুলিশের মুখপাত্র লার্স ভিলস্ট্রোম সিএনএন’কে বলেছেন, ‘একটি ট্রাক হঠাৎ পথচারীদের ওপর উঠে পড়ে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ সদস্য উপস্থিত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’