ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাইকেল এমন একটি বাহন যেটা দূষনমুক্ত এবং যানজটমুক্ত নগরীর জন্য সহায়ক। উন্নত বিশ্বে সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেন আছে। আমাদের দেশে সাইকেল চালানোর জন্য মানসিকতা প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীসহ চলাচলকারীরা সাইকেল চলাচল করলে যানজট কমে যাবে।
ষষ্ঠ বিশ্ব সাইকেললেন দিবস উপলক্ষে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ চিত্রাঙ্কন ও বর্ণাঢ্য সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাবি ভিসি। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনার পর বিশ্ববিদ্যালয়ে এই বর্ণাঢ্য র্যালী হয়।
সংক্ষিপ্ত সমাবেশের পূর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেখানে ‘ক’ ‘খ’ ‘গ’ তিনটি গ্রুপ অংশগ্রহণ করে।
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উপাচার্য ইমিরেটাস অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বিশিষ্ট নাট্য অভিনেতা ড. এনামুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন, সাইকেললেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আব্দুল ওয়াহেদ, নিরুপুমা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নিরুপুমা, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ইশা, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদুল্লাহ, মডার্ন ক্লাব এর সভাপতি আবুর হাসানাত, সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক আতিক হেলাল প্রমুখ।