নড়াইল প্রতিনিধি : নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মর্তুজাকে টি২০ ক্রিকেটে ফিরে পেতে নড়াইল জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সড়ক অবরোধ করে রাখে মাশরাফি ভক্তরা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলার পৌরসভার সামনে পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
নড়াইল চৌরাস্তায় মাশরাফি ভক্তরা আরেকটি মানববন্ধনে অংশগ্রহণ করেন। নানা ধরণের প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাশরাফিকে টি২০ ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাশরাফি বিন মর্তুজা এসএসসি পাশ করেছেন। ঐ বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী হাতে হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ছাড়া নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কয়েকশ’ শিক্ষার্থী কলেজের সামনের সড়কে লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় মাশরাফি ভক্তরা নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে শিক্ষকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
এ ছাড়া মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নড়াইলের বাণিজ্যিক প্রতিষ্ঠান রূপগঞ্জ এলাকায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশ নেয়।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু, সাংস্কৃতিক সংগঠক আসলাম খান লুলু, সিনিয়র সাংবাদিক কার্তিক দাসসহ আরও অনেকে।