শুক্রবার , ৭ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাংলা নববর্ষকে কেন্দ্র করে নগরীতে পরিচ্ছন্নতা উৎসব পালনে পরিচ্ছন্নতা প্রতিযোগিতার।।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৭, ২০১৭ ১:৩৪ পূর্বাহ্ণ
বরিশাল

রির্পোট: সিদ্দিকুর রহমান ॥

বাংলা নববর্ষকে কেন্দ্র করে নগরীতে পরিচ্ছন্নতা উৎসব পালনে পরিচ্ছন্নতা প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। ব্যাতিক্রমী এই আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের সকল ওর্য়াডের কাউন্সিলর ও বরিশাল সাংষ্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এবং বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সাথে প্রস্তুতিমূলক সভা করেছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।  গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর জেলা প্রশাসনের সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, যে কোনো উৎসবের সবচাইতে প্রয়োজনীয় প্রস্তুতিই হলো পরিচ্ছন্নতা। তাই পরিচ্ছন্নতা প্রতিযোগিতার মধ্যে দিয়ে বরিশাল মহানগরীতে এবারের বাংলা নববর্ষ উৎসবে এক নতুন মাত্রা যোগ করবে। তাছাড়াও এই পরিচ্ছন্নতা প্রতিযোগিতার বিষয়টি মাইকিং, পোস্টার, লিফলেট, গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে প্রচার করা হবে। রাস্তা ও জেল খালসহ সর্বসাধারণের ব্যবহার্য স্থানে ময়লা ফেলে জনদুর্ভোগ সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে পরিচালিত হবে ভ্রাম্যমান আদালত। এদিকে সভায় আরো জানানো হয়, পরিচ্ছন্নতা প্রতিযোগীতায় সেরা পরিচ্ছন্নতা হিসেবে ১০-১২ টি ক্যাটাগরীতে পুরষ্কার দেয়া হবে। ইতিমধ্যে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ বাংলাবর্ষ ১৪২৩-এর শেষ দিবসে বরিশাল মহানগরী পরিদর্শন করে একটি প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের সর্বোচ্চ পরিচ্ছন্নতার ভিত্তিতে সেরা পরিচ্ছন্নতম বাড়ি, সেরা পরিচ্ছন্নতম শিক্ষা প্রতিষ্ঠান, সেরা পরিচ্ছন্নতম চিকিৎসা প্রতিষ্ঠান, সেরা পরিচ্ছন্নতম বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেরা পরিচ্ছন্নতম সরকারি প্রতিষ্ঠান, সেরা  পরিচ্ছন্নতম ওয়ার্ডগুচ্ছ ও ওয়ার্ড, সেরা পরিচ্ছন্নতম স্বেচ্ছাসেবী সংগঠন, পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারে সেরা স্থানীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেল, বিপিপিতে পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণ পোস্ট ও মন্তব্য করে সেরা ডিজিটাল সেবাদানকারী এবং অন্যান্য এই সকল শ্রেণিতে পুরষ্কৃত করা হবে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ, ১৪২৪ বিকাল ৫ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণের বৈশাখী মঞ্চে এই পরিচ্ছন্নতা সম্মাননা প্রদান করা হবে। এদিকে প্রস্তুতি সভার সভাপতি জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলকে নিজেদের স্থাপনার ময়লা নিজেদের পাত্রে জমা করে নিয়মমত বিসিসি’র সহায়তায় ময়লা নিষ্পত্তি করার জন্য আহবান জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপে এই প্রতিযোগীতার বিষয়ে পোষ্ট দেয়া হয়েছে। পরিচ্ছন্নতা প্রতিযোগীতায় সম্মাননার প্রদানের লক্ষ্যে যে কেউ যে কোনো শ্রেণির সম্মাননার জন্য এই পোস্টের মন্তব্যে সংশ্লিষ্ট বাড়ি, প্রতিষ্ঠান, ওয়ার্ড, সংগঠন, গণমাধ্যমের ছবি ও বিস্তারিত তথ্যসহ প্রস্তাব ১৩ এপ্রিল সকাল ৯ টার মধ্যে  পোস্ট করে বিচারকম-লীকে সহযোগিতা করতে পারেন। এর পরে একই দিনে বিচারকম-লী কর্তৃক প্রস্তাবিত বাড়িসহ সংশ্লিষ্ট বিষয়াদি সরেজমিন পরিদর্শন করে সম্মাননার জন্য শ্রেষ্ঠদের তালিকা চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে যেকেউ নিজের বাড়ি ও প্রতিষ্ঠানের প্রস্তাবও নিজেই করতে পারবে। তাই বরিশাল মহানগরীতে পরিচ্ছন্নতা প্রতিযোগিতার এই আনন্দময় উৎসবে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন তিনি। পাশাপাশি বাংলাবর্ষ ১৪২৩-এর শেষ দিবসে সকলকে নিজ নিজ দায়িত্বে নিজের বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও এলাকা পরিচ্ছন্ন করার আহ্বান জানানো হয়েছে। প্রস্তুতিসভায় অন্যাণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিব, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কে এম শহীদুল্লাহ, বরিশাল সাংষ্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এস এম ইকবাল, কাউন্সিলর আক্তারুজ্জামান গাজী হিরু, কহিনুর বেগম, এস এম জাকির হোসেন, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বিসিসির পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধাসহ অন্যান্য কাউন্সিলর ও বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সদস্যবৃন্দ।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি