নিজস্ব প্রতিবেদক ॥ আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নগরীতে স্মার্ট বাস’র মাধ্যমে ই-লার্নিং, ই-কমার্সসহ বিভিন্ন স্মার্ট টেকনোলজির প্রদর্শনী এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। “টেকসই নারী উন্নয়নে আইসিটি” এই শ্লোগানে নারী এবং স্কুল ও কলেজগামী ছাত্রীদের মধ্যে আইসিটি শিক্ষাকে জনপ্রিয় করতেই বর্তমান সরকারের এই আয়োজন।
দেশব্যাপী এই প্রশিক্ষন কার্যক্রমের অংশ হিসেবে গত রবিবার নগরীর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া এই প্রশিক্ষন কার্যক্রম বরিশাল জেলা পর্যায়ে চলবে আগামী ২০ কিংবা ২২ এপ্রিল পর্যন্ত।
শুধু নগরীতেই নয়, জেলার প্রায় প্রতিটি উপজেলার বালিকা বিদ্যালয় গুলোতে ঘুরে ঘুরে আইটি কনটেন্টে পরিপূর্ণ এই র্স্মাট বাসটির মাধ্যমে প্রশিক্ষন প্রদান ও প্রদর্শনী করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার প্রকৌশলী শওকত হোসাইন। “আইসিটির মাধ্যমে টেকসই নারী উন্নয়নের জন্য ডিজিটাল প্রশিক্ষণ বাস” প্রকল্পের আওতায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি বিভাগ, মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড যৌথভাবে এই প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাছাড়া এই স্মার্ট বাসটি বরিশালে আসার পর সাধারন শিক্ষার্থীদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই স্মার্ট বাসটির মাধ্যমে আইসিটি সেবা গ্রহন করছে।
এছাড়া স্মার্ট বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত, শব্দ প্রতিরোধক এবং ২৫টি আসনবিশিষ্ট (ওয়ার্কস্টেশন)। প্রশিক্ষনার্থীদের জন্য বাসটিতে ২৩ টি ল্যাপটপ রয়েছে। প্রশিক্ষণ সুবিধা অবকাঠামোর মধ্যে রয়েছে বড় আকারের এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম, ওয়াইফাই ডাটা সুবিধা, বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল, শেখার সফটওয়ার, জেনারেটর। জানাগেছে, সামাজিক প্রতিবন্ধকতাসহ নানা কারণে যে সকল নারীরা আইসিটি প্রশিক্ষণ নিতে পারে না তাদের এলাকায় এ ডিজিটাল প্রশিক্ষণ বাস যাবে। সেখানে তারা তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। এছাড়াও প্রশিক্ষণ উপকরণগুলো বিনামূল্যে সরবরাহ করা হবে। প্রশিক্ষণ মডিউল এবং প্রশিক্ষকের ব্যবস্থা ও তদারকি করবে আইসিটি বিভাগ। ভিশন ২০২১ এর সাথে সঙ্গতি রেখে আইসিটির মাধ্যমে নারী ক্ষমতায়নের লক্ষ্যে দেশে এটিই প্রথম পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রাপথে তরুণ নারীদেরকে সম্পৃক্ত করতে এই প্রকল্পটি মৌলিক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।