আর্জেন্টিনাকে হটিয়ে দীর্ঘ সাত বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। চলতি বছরের মার্চে প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে জিতে গতবারের রানার্সআপদের সিংহাসনচ্যুত করল তিতের শিষ্যরা।
এর আগে দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে ছিটকে যাওয়ার পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল। সাত বছর পর ২০১৭ সালে এসে সেটা আবার ফিরে পেল নেইমারের দল।
২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেলেও র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল। যদিও তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছিল ব্রাজিল। শেষ পর্যন্ত অবশ্য উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকান অঞ্চলের লড়াইয়ে জেতার পরপরই ব্রাজিলের এক নম্বর জায়গা নিশ্চিত হয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিফার নতুন প্রকাশিত তালিকায় সর্বোচ্চ ১২৭ পয়েন্ট নিয়ে চূড়ায় উঠেছে ব্রাজিল। বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে জিতে শুধু স্বাগতিক রাশিয়া বাদে সবার আগে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
আর্জেন্টাইনরা গত মাসের বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতলেও বলিভিয়ার মাঠে ২-০ গোলে হারে। এতেই তারা দুই নম্বর হারায়। ফলে তাদেরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় ব্রাজিল।
ব্রাজিল-আর্জেন্টিনার পর র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে জার্মানি, চিলি ও কলম্বিয়া। দুই ধাপ এগিয়ে সেরা দশে উঠেছে সুইজারল্যান্ড (৯)। উরুগুয়ের ৬ ধার পিছিয়ে ১৫ নম্বরে রয়েছে। এদিকে বাংলাদেশের র্যাংকিংয়ে কোন পরিবর্তন হয়নি। বাংলাদেশের অবস্থান তালিকার ১৯৩ নম্বরে।