স্পোর্টস ডেস্ক: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিটিভি, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।
শ্রীলঙ্কার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের দিক থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ। আরও কিছু রান বেশি হলে গল্পটা হতে পারত অন্যরকম। আর তাই এ ম্যাচে ব্যাটিং এর দিকেই মনোযোগ দিতে হবে টাইগারদের।
টি টোয়েন্টিতে ভাল শুরু খুবই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে সেটা করেও ধরে রাখতে পারেনি টাইগাররা। তাই মিডল অর্ডারকে নিতে হবে দায়িত্ব। বোলিং এ মাশরাফির সাথে দায়িত্ব নিতে হবে বাকিদেরও। গত ম্যাচে এক মাশরাফি ছাড়া বলার মত পারফর্ম করতে পারেনি কেউই।
রান করার পর সেটা ডিফেন্ড করার জন্য তাই সজাগ থাকতে হবে বোলারদেরও। মুস্তাফিজ আর সাকিবের উপর ভরসা করবে সকলে। আগের ম্যাচের একাদশে আসতে পারে কিছুটা পরিবর্তন। অভিষেক হতে পারে মিরাজের। সেক্ষেত্রে বাদ যেতে পারে আগের ম্যাচে অভিষেক হওয়া সাইফুদ্দিন।
চোখ থাকবে সানাথ জয়সুরিয়ার ক্লোন হিসেবে খ্যাতি পাওয়া কুশল পেরেরার দিকে। প্রথম ম্যাচে ৫৩ বলে ৭৭ করে দলকে একাই বলতে গেলে জিতিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের সকলের চোখ থাকবে শেষ ম্যাচ খেলতে নামা মাশরাফির দিকে। তার শেষটা রঙ্গিন করতে চাইবে বাংলাদেশ।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মোসাদ্দেক হোসেন সৈকত
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. মো. সাইফুদ্দিন/মেহেদী হাসান মিরাজ
১০. মুস্তাফিজুর রহমান
১১. তাসকিন আহমেদ।