রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
এএইচএফ কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বল ম্যাকাওকে পেয়ে গোল উৎসবে করে বাংলাদেশ।। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে আজ ১৩-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।।৫ গোল করেন আশরাফুল ইসলাম। ৩ টি গোল করেন সারোয়ার হোসেনে।। ২টি করে গোল করেছেন হাসান জুবায়ের ও রোমান সরকার।। অন্য ১ টি গোল খোরশেদুরের।।এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ হকি দল।।
(Visited ২ times, ১ visits today)