বাবা যাদবের নতুন বাংলা ছবি বস টুয়ের শুটিং শুরু হয়েছে হলদিয়ায়। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে টলিউড নায়ক জিৎকে। সঙ্গে থাকছেন শুভশ্রী ও বাংলাদেশের নায়িকা নুসরাত।
এছাড়াও থাকছেন রজতাভ, খরাজ, বিশ্বনাথসহ আরও অনেকে। কয়েকদিন ধরে হলদিয়ার বিভিন্ন কারখানায় ছবির শুটিং চলছে। শুটিং করতে সেখানে এসেছেন জিৎ।
এদিকে শুটিংয়ের খবর পেয়ে সাধারণ মানুষ শুটিংস্পটে ভিড় জমাচ্ছেন। সিনেমার কুশীলবদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল জানান, শিল্প শহর হলদিয়ায় শুটিং করার জন্য অনুমতি নিয়ে কাজ শুরু করেছে। সব ঠিকঠাক থাকলে এ বছর ঈদে মুক্তি পাবে ছবিটি।
(Visited ৭ times, ১ visits today)