বুধবার , ৫ এপ্রিল ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৫, ২০১৭ ১১:১২ অপরাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওলামা মাশায়েখ মহাসম্মেলন বৃহস্পতিবার (৫ এপ্রিল)। এ মহাসম্মেলন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মহাসম্মেলন স্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাজধানী ট্র্যাফিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

এ সময় রাজধানীর এইচএসসি পরীক্ষার্থীদের বৃহস্পতিবার যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হতে এবং জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের রাস্তায় না যেতে অনুরোধ করেছেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ওলামা মাশায়েখ মহাসম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত গাড়ীসমূহের পার্কিং ব্যবস্থাপনা গ্রহণ করা হ‌য়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও মাশায়েখ মহাসম্মেলনে প্রায় আড়াই হাজার যানবাহনের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আগত গাড়ি সমূহের পার্কিংয়ের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‌তি‌নি আরো বলেছেন, ‘নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা থেকে আগত ৯৪ টি গাড়ি বারে রহমত-এজিবি কলোনী আইডিয়াল স্কুল-আলহেলাল বক্স এলাকায় পার্কিং হবে।খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা থেকে আগত ৪০টি গাড়ি মহানগর নাট্যমঞ্চ (গুলিস্তান) পার্কিং হবে। বান্দরবান জেলা থেকে আগত ১৯টি গাড়ি রাজউক-দৈনিক বাংলা রাস্তায় পার্কিং হবে। কক্সবাজার জেলা থেকে আগত ৩৮টি গাড়ি কমলাপুর-পীরজঙ্গী মাজার রাস্তায় পার্কিং হবে।’

ডিএমপি কমিশনার আরো বলেছেন, ‘কুমিল্লা জেলা থেকে আগত ৭৯টি গাড়ি খিলগাঁও-খিদমাহ্ হাসপাতাল-মালিবাগ রেলগেট রাস্তায় পার্কিং হবে। চট্টগ্রাম জেলা থেকে আগত ১০৫টি গাড়ি বানিয়ানগর-দয়াগঞ্জ-জুরাইন রেলগেট রাস্তায় পার্কিং হবে। চাঁদপুর জেলা থেকে আগত ৩৮টি গাড়ি ফাতেমা নাজ-শনিরআখড়া রাস্তায় পার্কিং হবে। সিলেট, নারায়ণগঞ্জ জেলা থেকে আগত ২০২টি দনিয়া কলেজ-সাইনবোর্ড এলাকার রাস্তায় পার্কিং হবে। বি-বাড়িয়া জেলা থেকে আগত ৪৭টি গাড়ি দয়াগঞ্জ এর রাস্তায় পার্কিং হবে। গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল জেলা থেকে আগত ১২৮টি গাড়ি হাতিরঝিল দক্ষিণ পূর্ব পার্শ্বে পার্কিং হবে।’

মো. আছাদুজ্জামান মিয়া আরো বলেছেন, ‘জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা থেকে আগত ২২৩টি গাড়ি আফতাব নগর এলাকায় রাস্তার দুই পার্শ্বের খালি জায়গায় পার্কিং হবে। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, মানিকগঞ্জ এবং রাজবাড়ী জেলা থেকে আগত ৭০০টি গাড়ি বাণিজ্য মেলার মাঠ ও তদসংলগ্ন এলাকায় পার্কিং হবে। যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলা থেকে আগত ১৫৪টি গাড়ি আগারগাঁওস্থ পিএসসি ভবনের সামনের রাস্তায় পার্কিং হবে এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট জেলা থেকে আগত ১৭৫টি গাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝিলমিল প্রজেক্টে পার্কিং হবে।’

২৫টি জায়গায় ডাইভারশেন

ডিএমপি কমিশনার জানিয়েছেন, মহাসম্মেলন উপলক্ষে অনুষ্ঠানস্থলের আশপাশে ২৫টি জায়গায় ডাইভারশন দেওয়া হবে।

‌তি‌নি বলেছেন, ‘বিভিন্ন জেলা থেকে আসা অতিথিদের সুনির্দিষ্ট জায়গায় যানবাহন পার্কিং করে অনুষ্ঠানস্থলে আসতে হবে। তাদের সঙ্গে অবশ্যই ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো আমন্ত্রণপত্র থাকতে হবে। অতিথিদের পাঁচটি (ছবির হাট, টিএসসি, বাংলা একাডেমির বিপরীত দিকে, তিন নেতার মাজার, রমনা কালী মন্দির) পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে হবে।’

মহাসম্মেলনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আর্চওয়ে দিয়ে তল্লাশি করা হবে। অনুষ্ঠানস্থলের প্রতিটি জায়গা সিসিটিভির আওতায় থাকবে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলও থাকবে।’

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ মহাসম্মেলনে কাবা শরিফ ও মসজীদে নববীর খতিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তাই এদিন প্রয়োজন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে চলাচল ও গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করেন মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, ‘অনুষ্ঠানস্থলের আশপাশে ২৫টি জায়গায় ডাইভারশন দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন ক্রসিংয়ের দুই পাশ ও শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এ সব এলাকায় যেমন নিউমার্কেট, চাঁদনি চক, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা শপিং সেন্টারে বিশেষ প্রয়োজন ছাড়া না যেতে নগরবাসীর কাছে অনুরোধ রইলো।’

যেসব সড়কে ডাইভারশন দেওয়া হবে-

বিজয় সরণি ক্রসিং, খামারবাড়ি, বাংলামটর, মগবাজার, পরিবাগ, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টুরোড পূর্বপাশ, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা গলি, দুদকের গলি, কার্পেটগলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড়, শহীদুল্লাহ হল, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং রোমানা চত্ত্বর, কাঁটাবন ক্রসিং, শাহবাগ ও আজিজ সুপার মার্কেটের সামনের অংশ যান চলাচলে ডাইভারশনের জন্য ব্যারিকেড ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি