ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বায়েজিদ বোস্তামি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল বায়েজিদ বোস্তামি। সে শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘বায়েজিদ বৃষ্টিতে বন্ধুদের সাথে ফুটবল খেলে। খেলার পর গোসল করতে নেমে শহীদুল্লাহ হলে ডুবে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঊদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেছেন, ‘বুধবার বিকেলে গোসল করতে নেমে শহীদুল্লাহ হলের পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছে বায়েজিদ।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বায়েজিদের মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন মরদেহ মর্গে রাখা হয়েছে।