মঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কোনটি ভালো ফেসবুক না টুইটার?

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৪, ২০১৭ ৪:০৬ পূর্বাহ্ণ
কোনটি ভালো ফেসবুক না টুইটার?

মোঃ আসাদুজ্জামান.

টেক রির্পোটার.

বর্তমান সোসিয়াল মিডিয়ায় র্শীর্ষ অবস্থানে আছে ফেসবুক এবং টুইটার। ইনস্ট্রাগ্রাম ও পিনটারেস্ট ভালো কিন্তু ভিজুয়াল কনটেন্টের জন্য। গুগল+ যদিও সোসিয়াল মিডিয়া নিয়ে সবেমাত্র খেলা করতে শুরু করেছে। যখন আপনি কাউকে লাইক করবেন অথবা ইচ্ছে হলেই কমেন্ট করবেন, মজা অথবা আনন্দে সময় কাটাতে চাইবেন, আমি মনে করি লিংকডইন এ এমন মজা পাওয়া যায়না। তাই কোনটা বেশি ভালো বা সুবিধাজনক? আমি উত্তরে বলব টুইটার। টুইটার সবার সাথে যোগাযোগ করা খুব সহজ এবং দ্রুততম একটি যোগাযোগ মাধ্যম। টুইটারে মজা করা যায় অনেক। কোন টুইটের রিপ্লে দিয়ে একে অপরের সাথে মনের ভাব খুব সহযে প্রকাশ করা যায়। ব্যবসা-বানিজ্য, বিজ্ঞাপন কিংবা প্রচার প্রচারনার দিক দিয়ে টুইটার এর গুরুত্ব অনেক।

আমি জানি ফেসবুকেও এসব হয়। কিন্তু আমি বলতে চাই ফেসবুকের চেয়ে টুইটার আরো সহজ এবং দ্রুততম একটি যোগাযোগ মাধ্যম। এখানে টুইটার ফেসবুকের চেয়েও ভালো তার কিছু কারন তুলে ধরা হলঃ ১। টুইটার ফেসবুকের চেয়েও স্মার্টঃ মোবাইল ফোনে একটি টুইটের মাধ্যমে ব্যবসা সম্পর্কিত তথ্য কিংবা বিজ্ঞাপন গ্রাহকদের কাছে খুব সহযে পৌছে দেয়া যায়। যা ফেসবুকে একটি বিজ্ঞাপন তৈরী করা খুব সহজ নয়। কাউকে উদ্যেশ্য করে কোন বার্তা দেয়াও খুব সহজ টুইটারে। যেমনঃ @User লিখে তার কাছে খুব সহযে একটি বার্তা পৈছে দেয়া যায়।

২। টুইটার খুব ছোট এবং মজারঃ টুইটারে কনটেন্ট এর লিমিট করা থাকে। তাই সংগতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই টুইটারে পোষ্ট করে। ফেসবুকে অনেক বড় একটি পোষ্ট বলতে গেলে এখন অনেক পাঠকরাই পুরোটা পরতে অনেক সময় বিব্রত বোধ করেন। খুব ছোট একটি কথায় যখন অনেক কিছু বোঝা যায়, সেখেত্রে টুইটার চরম মজার একটি যোগাযোগ মাধ্যম।

৩। ব্যবসায়িক দিক থেকে টুইটারঃ ব্যবসার দিক থেকে টুইটার অন্যতম। ফেসবুকে যারা ব্যবসার পেজটি ফলো করে শুধুমাত্র তারাই অনলাইনে আসলে বিজ্ঞাপনী পোষ্টটি দেখতে পারে। টুইটারে অল্প সংখ্যক ফলোয়ার থাকলেই তাদের রিটুইটের মাধ্যমে আরো অনেক লোকের কাছে বিজ্ঞাপনটি চলে যায়। ফলে দেখা যায় একটি টুইট খুব সহজেই অনেকের কাছে পৌছানো যায়।

৪। ফেসবুক কিন্তু কোন খোলা কিংবা উন্মুক্ত বই নয়! আপনি ফেসবুকে কারো সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন এই শর্তে যে আপনি তাকে আগে থেকেই চিনেন। ফেসবুকে আপনি আপনার পূর্বের চেনা পরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে পারবেন। মানুষ টুইটারে আসে নতুন কাউকে চিনতে । নতুন কিছু খুঁজতে। টুইটার এজন্য খোলা কিংবা উন্মুক্ত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যেকোন কাউকেই আপনি টুইট করতে পারবেন টুইটারে। এজন্য আগে থেকেই তাকে চেনার দরকার পরবেনা।

৫। ফেসবুক এর ফ্রেন্ডলিস্ট লিমিটেডঃ আপনি টুইটারে যতা ইচ্ছা ততো ফ্রেন্ড করতে পারেন। ফেসবুকের মত টুইটার লিমিটেড নয়।আপনার যদি ৫০০ জন ফ্রেন্ড থাকে ফেসবুকে, কেবল তারাই ফেসবুকে আসলে আপনার পোস্ট পাবে। টুইটারে সবাই খুব বেশি শেয়ার, ফলো করে।

৬। নতুন কোন খবরঃ টুইটারে সবার আগে মানুষ কোন সংবাদ টুইট করে। ঘটনার সাথে সাথে সবাই টুইটারে কোন কিছু টুইট করে। তাই টুইটার খুব দ্রুত। আর ফেসবুকে দেখা যায় অনেক সময় ঘটনার পরের দিন মানুষ পোষ্ট করে।

৭। টুইটার হ্যাশট্যাগঃ টুইটারে হ্যাশট্যাগ এমন মনে হবে যেন আপনার প্রতিটি হ্যাশট্যাগ একটির সাথে আরেকটি লিংক করা। বা ঘনিষ্টভাবে জড়িত। ফেসবুকে এমনটা পাওয়া কষ্টকর। অনেকসময় ফেসবুকে হ্যাশট্যাগ খুঁজেই পাওয়া যায়না।

৮। নতুন বন্ধুর খোঁজে টুইটারঃ টুইটারে আমি আমার নতুন বন্ধুদের খুঁজে পাই। নতুন বন্ধুদের সাথে টুইটারে পরিচিত হই। তারপরে অনেকে আমাকে বলে আমি যেন তাদেরকে ফেসবুকেও বন্ধু বানাই। তাহলে দেখা যায় নতুন কোন সম্পর্কের জন্য টুইটার।

ফেসবুকও আমার কাছে প্রিয়। কিন্তু আমি জানি টুইটার আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। টুইটার খুব মজার। নতুন কিছুর সাথে থাকতে হলে, জানতে হলে, জানাতে হলে আমি বলতে চাই সেখেত্রে একটি মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। যার নাম টুইটার। আমি জানিনা আমার পছন্দ আপনারও ভালো লাগে কিনা। নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দ সম্পর্কে। আমি চাই শুনতে, অপনার পছন্দ সম্পর্কে, আপনার কাছ থেকেই।

(Visited ৫০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘বঙ্গবন্ধু মেডিকেলে তিন মাসের মধ্যে ইমার্জেন্সি’

বাগেরহাট

উত্যক্তের অভিযোগ করায় ছাত্রীর বাবাকে পিটিয়ে আহত

বরিশালে বৃটিশ নাগরিক লুসি হল্টের জন্মদিন পালন করলেন জেলা প্রশাসক

মালাগার সাথে ড্র করল বার্সা।।

বরিশালে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর কার্যকর, বাস্তবায়ন এবং প্রয়োগ বিষয়ক সেমিনার

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

গোপালগঞ্জ-৩: বেসরকারিভাবে শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী

বরিশালে মুক্তি পাওয়া কারাবন্দিদের ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

বরিশালে বাম গনতান্ত্রিকজোটের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা

“ফুলকপির অবাক করা স্বাস্থ্য উপকারিতা”