সচিব পদে পদোন্নতি পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) মুজিবুর রহমান হাওলাদার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৩ এপ্রিল) এ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। রীতি অনুযায়ী পদোন্নতির পর পদায়নের সুবিধার্থে মুজিবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতির পর আলাদা আদেশে তাকে সচিব পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বিসিএস ১৯৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা। এর আগে অতিরিক্ত সচিব হিসেবে মুজিবুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ির জেলা প্রশাসন হিসেবেও দায়িত্ব পালন করেন।
এখন প্রশাসনে সিনিয়র সচিব ও সচিবের সংখ্যা ৭৮ জন। এরমধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার কয়েকজন ভারপ্রাপ্ত সচিবও রয়েছেন। সিনিয়র সচিব রয়েছেন ১০ জন।