গভীর রাতে ফেসবুক বন্ধ থাকবে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, ফেসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।
টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩ এপ্রিল) এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ফেসবুক বন্ধ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।
টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তরুণরা গভীর রাতে ফেসবুকে ব্যবহার করায় তাদের কর্মক্ষমতা কমছে। এজন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার বিষয়টি বিবেচনার জন্য ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মতামত দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরটিকে দায়িত্ব দিয়েছে।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ‘ফেসবুক বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যেভাবে প্রচারিত হচ্ছে, বিষয়টি তেমন নয়।’