ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। এর ফলে টি২০ র্যাংকিংয়ের দুই ধাপ উপরে উঠে এসেছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়ে থেকে পাকিস্তান সিরিজ শুরু করেছিল ১১৩ পয়েন্ট নিয়ে। রবিবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে শেষ ম্যাচে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। আর এ জয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা। ১১৬ পয়েন্ট নিয়ে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা উঠে এসেছে চার নম্বরে।
অন্যদিকে ১১৬ পয়েন্ট নিয়ে চারে থেকে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল উইন্ডিজরা। সিরিজ হেরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ১১২ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে।
টেবিলে সবার উপরে আছে নিউজিল্যান্ড (১২৭)। ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে তারা। দক্ষিণ আফ্রিকা ১১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে পাঁচ নম্বরে ইংল্যান্ড। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।