সোমবার , ৩ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘মোটরসাইকেলে পয়লা বৈশাখে একজনের বেশি নয়’

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৩, ২০১৭ ১০:৩৯ অপরাহ্ণ

বাংলা বর্ষবরণের দিন পয়লা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি চলাচল করতে দেবে না সরকার। ওইদিন চালক ছাড়া আর কোন আরোহী মোটরসাইকেলে চড়তে পারবেন না।

সচিবালয়ে সোমবার (৩ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

নববর্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল চালক ও আরোহীদের বলছি- (নববর্ষের দিন) কোনক্রমেই মোটরসাইকেলে একজনের বেশি আরোহীকে আমরা চলতে দেব না। যারা মোটরসাইকেল চালান তারা যাতে কোন আরোহীকে না নেন। এ বিষয়ে আমাদের বিশেষ নজর থাকবে।’

তিনি বলেন, ‘আমরা আরও একটি বিষয়ের উপর বিধি-নিষেধ আরোপ করছি সেটা হলো- অনেকে কাঁধে করে ব্যাগ নিয়ে ঘোরেন, পয়লা বৈশাখের দিন এই ধরনের ব্যাগ পরিহার করবেন। বিশেষ প্রয়োজনে ব্যাগ বহন করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখাতে বলা মাত্র দেখিয়ে দেবেন। তবে ব্যাগ না নিয়ে চলার জন্যই বিশেষভাবে অনুরোধ করব।’

সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পয়লা বৈশাখ বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান না করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখছি। আমাদের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। উন্মুক্ত স্থানে যাতে কোন অনুষ্ঠান যাতে না হয় সেদিকে তারা নজর রাখবেন।’

তিনি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় যারা অংশ নেবেন তারা প্রথম থেকেই অংশ নেবেন। মাঝখানে কেউ এর ভেতরে ঢুকবেন না। প্রতি বছর যেমন প্ল্যাকার্ড হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবারও সেই একইভাবে অংশগ্রহণ করতে হবে। মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো একদম নিষেধ। বিকট শব্দ করে কেউ এ ধরনের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারবেন না।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরের বর্ষবরণের মূল ভেন্যু রমনা পার্ক, চারুকলা ইনস্টিটিউট, রবীন্দ্রসরোবর ও অন্যান্য স্থানে বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিতে আমার ব্যবস্থা নিচ্ছি।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘ইভটিজিং প্রতিরোধে সিসি ক্যামেরা বসাব, ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন স্থানে সাদা পোশাকে গোয়েন্দারা থাকবেন। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কন্ট্রোলরুম থাকবে। স্কুল-কলেজের অনুষ্ঠানে তাদের নিজেদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে আমাদের বেশ কিছু ইউনিফর্মধারী পুলিশও সেখানে কাজ করবেন নিরাপত্তার জন্য।’

কোন আশঙ্কা থেকে এ ধরনের বিধি-নিষেধ দেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোন আশঙ্কা নেই। সিকিউরিটি রিজন থেকে আমরা এগুলো করছি।’

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা মহা-সম্মেলন হবে। এতে সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর খতিব অংশ নেবেন বলে জানান আসাদুজ্জামান খাঁন।

তিনি বলেন, ‘৬ এপ্রিলের আগেই রাস্তা নিয়ন্ত্রণের জন্য ডিএমপি কমিশনার জানিয়ে দেবেন কোন রাস্তায় যানবাহন চলবে, কোন কোন রাস্তা দিয়ে কারা যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি