জাতীয়> রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।বাংলাদেশের প্রথম সিডিএমএ মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে আদালত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এই কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। একই সঙ্গে সিটিসেলের স্থগিত তরঙ্গ বরাদ্দ অবিলম্বে পুনঃবহালের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে।আদালত ১৯ নভেম্বর এর মধ্যে ১০০ কোটি টাকাা পরিশোধ করার ও নিদেশ দেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।।