বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর খিলগাঁও’র ‘রোজ আয়ুর্বেদিক বিউটি পার্লারে’ চলছে বৈশাখী ঝড়ো হাওয়া। বিশ্বের নামকরা ব্যান্ড ফেসিয়াল ও রিবন্ডিং এ চলছে ৩০ % ছাড়। এছাড়া রোজ আয়ুর্বেদিক বিশেষ ফেসিয়ালে রয়েছে ছাড়। আরও আছে স্পা ও ফেসিয়াল করলে চুলকাটা ফ্রি। আর এ সুবিধা বৈশাখ জুড়ে পাবেন গ্রাহকরা।
ভারত থেকে স্কিন, হেয়ার ও মেকওভারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান শামীমা পলির তত্ত্বাবধানে এ পার্লারে একেবারে প্রাকৃতিক উপায়ে শুধু মহিলাদের স্কিন ও হেয়ারের ধরন বুঝে স্থায়ী ট্রিটমেন্ট করা হয়।
বউসাজে রয়েছে পলির নিজস্ব বৈচিত্র্যময় স্টাইল, যা কনেদের করে তুলবে আভিজাত্যময় ও ট্রেন্ডি। যোগাযোগের ঠিকানা : ২৯০/৮এ, জোড়পুকুর মোড়, খিলগাঁও রেলগেট, ঢাকা। ফোন : ৭২৫৩৩৩৪, মোবাইল : ০১৭১৬-১৭৩০১১।
(Visited ৭ times, ১ visits today)