রবিবার , ২ এপ্রিল ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আইপিইউ সদস্য হলো আরও দুই দেশ

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২, ২০১৭ ৯:৪৫ অপরাহ্ণ

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) নতুন দুটি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া দেশ দুটি হলো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও টুভালু।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার১৩৬তম আইপিইউ সম্মেলনের জেনারেল অ্যাসেম্বলিতে দুটি দেশকে সদস্যপদ দেওয়া হয়।
নতুন দুটি দেশ নিয়ে আইপিইউতে সদস্য সংখ্যা হলো ১৭৩টি। এর বাইরে ফোরামটির ১১টি সহযোগী সদস্য রয়েছে। ১৩৬তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

ফজলে রাব্বী মিয়া জানান, বিশ্ব শান্তি ও নিরাপত্তার বিষয়ে নেওয়া খসড়া প্রস্তাবটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েকবছর ধরে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান ক্রমাগত নাক গলিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এ বিষয়ে পাকিস্তানের সরকার ও তাদের জাতীয় ও প্রাদেশিক সংসদগুলো বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে ও প্রস্তাব গ্রহণ করেছে। বাংলাদেশের সরকার ও জনগণ তার চরম বিরোধিতা করেছে।

এছাড়া বাংলাদেশের ইতিহাসে একটি বড় সময় সামরিক শাসনের অধীনে কেটেছে। ১৯৭৫ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তৎকালিন প্রেসিডেন্ট শেখ মজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশে সামরিক শাসনের সূচনা হয়। এরপর সামরিক শাসন জারি করেছেন। সর্বশেষ ২০০৭ সালে আবার সিভিলিয়ান সরকারের আড়ালে সামরিক সরকার দুই বছর বাংলাদেশ শাসন করেছে। আইপিইউ সম্মেলনেও বিষয়গুলো উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।

এবারের সম্মেলনে নতুন দুই সদস্য রাষ্ট্রসহ অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ালো ১৩৪ এ। পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র টুভালু আগে পরিচিত ছিলো এলিস আইল্যান্ড নামে। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তরে শাদ, উত্তর-পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে ডিআর কঙ্গো, দক্ষিণ পশ্চিমে কঙ্গো এবং পশ্চিমে ক্যামেরুন অবস্থিত। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউতে বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ সালে সদস্য পদ লাভ করে। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি