রবিবার , ২ এপ্রিল ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৩৫তম বিসিএসে ২০৭৩ জন নিয়োগ।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ২, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ
৩৫তম বিসিএসে ২০৭৩ জন নিয়োগ

অবশেষে ৩৫তম বিসিএসের ২ হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের সাড়ে ৬ মাসের মাথায় এ নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা থেকে রবিবার (২ এপ্রিল) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ক্যাডারগুলোর মধ্যে প্রশাসনে ২৮০ জন, পুলিশে ১১১ জন ও পররাষ্ট্র ক্যাডারে ১৯ জন নিয়োগ পেয়েছেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ২ মে’র মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

গত বছরের ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ এবং ৬ থেকে ২১ মার্চ ৩৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষায় ৬ হাজার ১৫ জন প্রার্থী অংশ নিয়েছিল।

লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয় হয়। এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১৩ জানুয়ারি। এতে ছয় হাজার ৮৮ জন উত্তীর্ণ হন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১০ অক্টোবর পর্যন্ত।

প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৬ মার্চ। বিধিমালা পরিবর্তন করে ৩৫তম বিসিএস থেকেই প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর ও সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়। প্রিলিমিনারির ফল প্রকাশিত হয় ২০১৫ সালের ৮ এপ্রিল। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।

সরকারি চাকরি পেতে ৩৫তম বিসিএসে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটাই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ছিল। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি