ওয়ানডে সিরিজ শেষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে। এবার টিম বাংলাদেশের মিশন টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি; অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৬ এপ্রিল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।
(Visited ৯ times, ১ visits today)