শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক নিজের দ্বিতীয় ম্যাচেই ফিফটির দেখা পেলেন এই স্পিন অলরাউন্ডার।
শনিবার (০১ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ম্যাচে দলের বিপর্যয়ে হাল ধরেন মিরাজ। এরই সুবাদে দেখা পেয়েছেন প্রথম ওয়ানডে ফিফটির। তিনি ৭০ বলে ৬টি চারের মারে ৫১ রান করেন।
প্রসঙ্গত, ম্যাচটিতে বাংলাদেশ ৭০ রানে পরাজিত হয়। এর আগে প্রথম ম্যাচে ৯০ রানে জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। ফলে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে।
(Visited ৫ times, ১ visits today)