১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন উপলক্ষে বাংলাদেশে আসা অতিথিদের যাতায়াত পথে মোবাইল পেট্রোল ও রুফটপ উিউটিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সংসদ ভবন এলাকায় ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনস্থলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের এ সব কথা জানান তিনি।
শহীদুল হক বলেন, অতিথিরা যেসব হোটেলে অবস্থান করবেন, সে সব হোটেলগুলোতে সিকিউরিটি ডেস্ক বসানো হয়েছে। চেকপোস্ট ও লাগেজ স্ক্যানার দিয়ে হোটেলে প্রবেশ করানো হবে। ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত শুরু হতে যাওয়া ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে আসা অতিথিদের যাতায়াত পথে থাকবে মোবাইল পেট্রোল ও রুফটপ উিউটি। সাদা পোশাকে ও ইউনিফর্মেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এ সময় প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে আশ্বাস দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন চত্বরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শনিবার বিকেলে। পরে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন এবং আইপিইউ’র ওয়েবসাইট টেলিভিশন উদ্বোধন করবেন। সম্মেলনের অন্যান্য কর্মসূচি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাচঁটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আসা অতিথিরা নগরীর ১৫টি হোটেলে থাকবেন। ধারণা করা হচ্ছে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। এর নিরাপত্তায় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য বাহিনীর ৭ থেকে ৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।