মঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ আছে-ওবায়দুল কাদের!!

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ২২, ২০১৬ ১১:৫৩ অপরাহ্ণ

রিপোর্ট : জাকারিয়া আলম দিপু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এসব কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।রাত সাড়ে আটটার দিকে গণভবনে সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সাংসদ শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। শামীম-আইভীর দীর্ঘদিনের বিবাদ নিরসনেই তাঁদের ডাকেন দলীয় প্রধান।শামীম-আইভীর দীর্ঘদিনের বিবাদ নিরসনেই তাঁদের ডাকেন দলীয় প্রধান।সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগের ঐক্য অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা একটি আদর্শকে নিয়ে রাজনীতি করি। একটি চেতনাকে নিয়ে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা।তিনি বলেন, বৈঠকে আইভীর পক্ষে নির্বাচনে একযোগে কাজ করার জন্য দলীয় সভানেত্রী নির্দেশ দেন। নির্বাচনে বিএনপির প্রার্থী দেওয়াটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না-জবাবে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই তো আমরা প্রার্থী দিয়েছি।নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সাখাওয়াত হোসেনকে দলীয় প্রার্থী করেছে। তিনি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী।

তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি