মোঃ আসাদুজ্জামান.
টেক রির্পোটার.
হ্যাকাররা সম্প্রতি হ্যাক করেছে ইয়াহুর এক বিলিয়ন পাসওয়ার্ড। যা নাকি ডিক্রপ্টেড। এই এ্যাকাউন্টগুলো এখনো কালো বাজারে হ্যাকাররা বিক্রি করছে বলে জানা যায়।ইয়াহু কেয়ার থেকে, হ্যাকারদের কাছে বা স্ক্যাম এ না পরার জন্য গ্রাহকদের বলা হয়েছে। আরো বলেছে, ইন্টারনেটে যে ইয়াহু কাস্টমার সেবা নাম্বার পাওয়া গেছে তা সঠিক নয়।এক বিলিয়ন এ্যাকাউন্ট এর মূল্য হিসেবে হ্যাকারদের পক্ষ থেকে চাওয়া হয়েছে ২ লক্ষ ইউএস ডলার। পাসওয়ার্ড কাজ করবেনা। কিন্তু নাম, ফোন নাম্বার, সিকিউরিটি প্রশ্ন কাজ করতে পারে।
২০১৩ ও ২০১৪ সালে ইয়াহু মারাত্মকভাবে হ্যাকারদের স্বীকার হয়। খুব শিঘ্রই ভেরিজোন ইয়াহুকে কিনবে বলে জানা যায়। ইয়াহুর একজন কর্মকর্তা এই তথ্য প্রমান করতে বিক্রেতার কাছে দুটি এ্যাকাউন্ট কেনার কথা বল্লে বিক্রেতা তা ঠিকভাবে দিতে পারেনি। আর তাই ইয়াহু কর্তৃক এমন তথ্যকে অবাস্তব বলে উড়িয়ে দেয়া হয়েছে।