বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিজের বন্দুকের গুলিতে তুষার দেবনাথ (২৮) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ঘুমঘুম ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। তুষার দেবনাথ সীতাকুন্ড উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘুমধুম ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল তুষার দেবনাথ তার নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
(Visited ৫ times, ১ visits today)