পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহরিয়ার খান। আগামী জুনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভার পরেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৮৩ বছর বয়সী শাহরিয়ার জানান, ‘ব্যক্তিগত ও স্বাস্থ্যের কারণে’ তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শাহরিয়ার খান বলেন, ‘আগামী ১৮ আগস্ট আমি পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চাইছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাস্থ্যগত কারণে আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে। পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর আর নতুন করে কোনো চাপে যেতে চাইছি না। আমি প্রধানমন্ত্রীর কাছে লিখিত বক্তব্য তুলে ধরব। আশা করছি তিনি সহজেই তা মেনে নেবেন।’
২০১৪ সালের আগস্টে পিসিবির দায়িত্ব নেন শাহরিয়ার। তিনি এ বছরের আগস্টে পূর্ণ মেয়াদের তিন বছর অতিক্রম করবেন।
গত বছর লন্ডনে হার্ট সার্জারি করান শাহরিয়ার। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পিসিবির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। ২০১৪ সালে নাজাম শেঠির স্থলাভিষিক্ত হন তিনি।
২০১৬ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবেও নিযুক্ত হন শাহরিয়ার খান। গত বছর শ্রীলঙ্কায় এসিসির সভায় সংস্থাটির অষ্টম সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। দু’বছরের জন্য এশিয়ার ক্রিকেটের উন্নয়নের দায়িত্ব পান তিনি।