বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মেসির নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ কোচ

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৩০, ২০১৭ ১০:১০ অপরাহ্ণ

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এই খবরটি মেসি বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক ৬ ঘন্টা আগে জানতে পারেন। এতে বেশ বিমর্ষই হয়েছেন ফুটবলের এই জাদুকর। ওই ম্যাচটি তাকে নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসে দেখতে হয়েছে। আর আর্জেন্টিনা ম্যাচটি ২-০ ব্যবধানে হেরে গিয়েছে। ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে আবারও তারা।

মাঠের অপরাধের জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাধারণত সব ফুটবলারকেই শাস্তি দিয়ে থাকে। মেসির ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার এই শাস্তি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ তো মনে করছেন মেসির লঘু অপরাধের জন্য শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ ম্যাচের ৬ ঘন্টা আগে ফিফার এভাবে শাস্তি দেওয়ার বিষয়টাকে অনেকেই ভাল চোখে দেখছেন না।

গত বৃহস্পতিবার চিলির সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সহকারী রেফারিকে স্প্যানিশ ভাষায় কুৎসিত গালি দিয়েছিলেন লিওনেল মেসি। তবে ম্যাচের প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনে মেসির এই গালাগালির কথা লেখা ছিল না। কিন্তু ম্যাচের পর চিলি ফুটবল অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে অভিযোগ করে সঙ্গে একটি ভিডিও টেপ পাঠায় দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষের কাছে। যেখানে দেখা যায়, মেসি সত্যিই গালি দিয়েছেন সহকারী রেফারিকে। ওই ভিডিও টেপ দেখেই শাস্তির সিদ্ধান্ত নেয় ফিফা।

যদিও ম্যাচ রেফারি রিচ্চির প্রতিবেদনে এমন কিছু লেখা ছিল না। তিনি দাবি করেন ঘটনাটি তিনি দেখেননি। দেখলে অবশ্যই ব্যবস্থা নিতেন। যে সহকারী রেফারিকে মেসি গালি দিয়েছিলেন তিনিও বলেছেন, তিনি নাকি বুঝতে পারেননি মেসি কী বলেছিলেন।

মেসির শাস্তি নিয়ে এরই মধ্যে ক্ষোভ জানিয়েছেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা। তিনি বলেন, ‘ব্যাপারটা খুবই অদ্ভুত। ফিফার কাছ থেকে এ রকম কিছু আশা করিনি। সবকিছু এত দ্রুত হয়েছে যে আমরা আপিলের সময়টা পর্যন্ত পাইনি! কারও সঙ্গে কথা বলারও সুযোগ হয়নি ম্যাচের আগে। যা-ই হোক, এখন আমরা আপিলের প্রক্রিয়া নিয়ে এগোচ্ছি।’

আর্জেন্টিনার সাবেক ফুটবলার বিশ্বকাপ জয়ী হোর্হে ভালদানোও মেসির শাস্তিটাকে বেশি মনে করছেন। তার মতে, সহকারী রেফারির সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখটা আড়াল করলে ভিডিওতে বোঝা যেত না। তবে মেসির এমন আচরণেও অবাক হয়েছেন তিনি।

ভালদানো বলেন, ‘প্রথম কথা হচ্ছে, মেসি যখন নিয়ন্ত্রণ হারায়, তখনো তার শান্ত ভাবটা হারায় না। চার ম্যাচের নিষেধাজ্ঞা তো অবিশ্বাস্য। এটা আর্জেন্টিনার বাছাইপর্বের পথচলা খুব কঠিন করে ফেলবে।’

ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে মেসির ক্লাব বার্সেলোনাও। রিয়াল মাদ্রিদের সাবেক জেনারেল সেক্রেটারি ভালদানোও শাস্তির বিষয়টি মানতে পারছেন না।

 

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

সাভারে অভিযান সমাপ্ত ‘জঙ্গি আস্তানায়’ দুই ঘণ্টায় ১০ বোমা বিস্ফোরণ

বরিশালে নানা আয়োজনে পালিত হলো উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী

বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি কালের স্বাক্ষী

প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেবেন তথ্যমন্ত্রী

জয়া সেন গুপ্তা কে আ’লীগের মনোনয়ন।।

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে পুলিশের মোটরসাইকেল জব্দ

বাংলা বর্ষবরণে বরিশালে চলছে বনার্ঢ্য প্রস্তুতি -নামছে একাধিক মঙ্গল শোভাযাত্রা

বরিশালের ৬টি আসনে আ’লীগের চূড়ান্ত প্রার্থী হলেন যারা

থাইল্যান্ডে ১৫তম সিদ্দিকুর

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবছে না সরকার : শিক্ষামন্ত্রী