স্টাফ রিপোর্টার ll
বরিশালের চড়বাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের কারিকর বাড়ির এক কিশোরী মেয়েকে ধরে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্ঠা করা ও শারিরীক নির্যাতনের অভিযোগে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছে ভিকটিমের মা ময়িমা বেগম। পুলিশ ঘটনা স্থলে যাবার পূর্বে আসামীকে নিয়ে চলে যান সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেদুল ইসলাম রাসেল। ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায় মঙ্গল বার রাত আনুমানিক ১০টার দিকে কারিকর বাড়ির মেয়ে পুতুল বেগম ঘড়ে বসে মোবাইলে কথা পরিস্কার না শোনার কারনে সে বাহিরে আশে এসময় আমিরুল ইসলাম রোম্মান (২২) হঠাৎ করে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে পাশ্ববর্তী বাগানে নিয়ে জোড় পূর্বক ধর্ষনের চেষ্ঠা করে। এক প্রর্যায়ে ব্যার্থ হয়ে পুতুলের উপর শারিরিক নির্যাতন করে। মেয়ের দেরী দেখে মা ময়িমা বেগম ঘড়ের বাহিরে এসে দেখতে না পেয়ে মেয়ের মোবাইলে কল দিলে বাগানের ভিতর থেকে মোবাইল বেজে উঠলে ময়িমা ্ত্রগিয়ে যায় এসময় রোম্মান পালিয়ে যায়। এঘটনা নিয়ে মেয়ের মা সবাইর কাছে প্রকাশ করলে ২৯ই মার্চ বুধবার শালিশীর মাধ্যমে বিচার করার কথা বলে অপরদিকে বিষয়টি কাউনিয়া থানা পুলিশের কাছে পৌছে যায়। থানা থেকে পুলিশ আমিরগঞ্জ বাজারে যাবার আগে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের ভাই রাসেদুল ইসলাম রাসেল ধর্ষনের চেষ্ঠাকারী রোম্মানকে নিয়ে চলে যায়। পরে পুলিশ মেয়ে সহ তার বাবা মাকে তানায় নিয়ে যায়। মেয়ের মা ময়িমা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের যার মামলা নং (৩০)।