ভারতের মুসলিম সংখ্যালঘুদের নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রামাণ্যচিত্রের সম্প্রচার বন্ধ করে দিয়েছে আদালত। এলাহাবাদ হাইকোর্ট এ নির্দেশ দিয়েছে বলে শুক্রবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এলাহাবাদ হাইকোর্টে সুধীর কুমার নামের একজন অধিকারকর্মী জনস্বার্থে সম্প্রচার বন্ধের এই আবেদন করেছিলেন। আরজিতে তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন প্রামাণ্যচিত্রটির নাম ‘হু লিট দ্য ফিউজ?’ এতে দেখানো হয়েছে, ভারতের ১৭ কোটি ২০ লাখ মুসলমান নরেন্দ্র মোদি সরকারের ভয়ে বসবাস করছে। এতে দেখা যাচ্ছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এই ভিত্তিতে কুমার যুক্তি দিয়েছেন, তথ্যচিত্রটি প্রচার করা উচিত নয় কারণ এটি সামাজিক সম্প্রীতিকে নষ্ট করবে।
কুমারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায়ে বলেছে, সম্প্রচারের ফলে খারাপ পরিণতি ঘটতে পারে বিবেচনা করে … আমরা মনে করি যে, বর্তমান পিটিশনে কারণ বিবেচনা করে সম্প্রচারটি স্থগিত প্রয়োজন।’
বিচারকরা আরও বলেছেন, সরকারকে নিশ্চিত করতে হবে যে, প্রামাণ্যচিত্রটি ‘প্রয়োজনীয় প্রশংসাপত্র’ অর্জন না করা পর্যন্ত সম্প্রচার করা হবে না।
আদালতের এই রায়ে হতাশা প্রকাশ করেছে বাকস্বাধীনতা নিয়ে কাজ করা অধিকারকর্মীরা। তাদের দাবি, সরকার কৌশলগতভাবে ভিন্নমতকে চেপে ধরছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী কলিন গনসালভেস জানান চলচ্চিত্রের বেলায় প্রদর্শনের আগে প্রত্যয়িত হওয়া দরকার – তথ্যচিত্রের ক্ষেত্রে কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হয় না। সুপ্রিম কোর্ট বহুবার স্পষ্ট করেছে যে, বাক স্বাধীনতার অধিকারের মধ্যে সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।