বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালের সাংবাদিকদের প্রতিবাদী সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫জুন) বিকেল সাড়ে ৫টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ প্রতিবাদী সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশালের সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান স্বপন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আফতার ফারুক শাহীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাহাত খান, সাধারণ সম্পাদক ফিরদউস সোহাগ, বাংলা ভিশনের বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাসান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ।
মানববন্ধনের সঞ্চালনা করেন ঢাকা পোস্টের স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসান।
বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। এছাড়া হত্যাকারীর ফাঁসির দাবী জানান তারা।
এসময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী জসিম, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল প্রতিনিধি কাওসার হোসেন রানা, মতবাদের উপ-সম্পাদক হেনরী স্বপন, বিডি নিউজের বরিশাল প্রতিনিধি সাঈদ মেমন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, রাইজিং বিডির জে খান স্বপন, প্রতিদিনের বাংলাদেশের মাইনুল ইসলাম সবুজ, যায়যায়দিনের ব্যুরো প্রধান আরিফুর রহমান,
চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি তন্ময় তপু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন সময় টিভির রিপোর্টার শাকিল মাহমুদ, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, দৈনিক বাংলাদেশের আলোর বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরা, ফটো সাংবাদিক কামরুজ্জামান জুয়েল, এন আমিন রাসেল, রূপন কর অজিত সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।