বরিশালে জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন।
জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালন উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), কর্ণেল জিএস ডিজিএফআই মোঃ এস এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক এনএসআই মোঃ আশরাফুল কবির, অধিনায়ক র্যাব-৮ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশনার আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।