রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
বরিশাল নগরীতে আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে স্মার্টকার্ড বিতরণ। ইসি সচিবালয় ও বরিশাল উপজেলা নির্বাচন অফিস থেকে একাধিক সূত্রে এ কথা জানা যায়।উপজেলা নিবাচন অফিসার মোঃ আব্দুল মান্নান বলেন, এপ্রিল মাসের সম্ভাব্য ১৫-২০ তারিখের মধ্যে বরিশাল মহানগরীতে স্মার্টকার্ড বিতরণ করা হবে। বিতরণের সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নূরুল হুদা।
২০১৬ সালের ৩ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ধাপেধাপে অন্য জেলাগুলোতে স্মার্টকার্ড বিতরণ হবে।
মোবাইল ফোনের মাধ্যমেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পর্কিত তথ্য জানা যাবে। SC স্পেস> NID> স্পেস >এনআইডির ১৭ নম্বরের ডিজিট টাইপ করে send করতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে বিতরণের স্থান ও সময় জানা যাবে।