খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভেকেট মো. শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী নির্বাচনের আগেই খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তি দিতে হবে। বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন ভেঙে নতুন করে করতে হবে। ইভিএমে ভোট করা যাবে না এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই শর্ত ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দেওয়া হবে না। মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।