একটি হুইল চেয়ারের অভাবে থেমে আছে কারও জীবন। আবার কেউবা চার দেয়ালের আলো-আঁধারিতে বন্দী, সহায়ক চলাচলের ব্যবস্থা নেই বলে। এসব শুনে নিজেকে স্থির রাখতে পারেন না পুলিশ সদস্য জীবন মাহমুদ। নিজ উদ্যোগ এ গত ২ বছরে অর্ধশত প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন তিনি। প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়ার বিষয়ে জীবন মাহমুদ বলেন।
প্রতিবন্ধীরা সমাজের অংশ তাদের ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, নিজের বেতন ও কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে আমি এই হুইল চেয়ারগুলো উপহার দিয়েছি যারা প্রতিবন্ধী এবং অসহায় তাদের তিনি বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ও ভোলা জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে যারা অসহায় তাদের হুইল চেয়ার উপহার দিচ্ছেন।
হুইল চেয়ার উপহার পাওয়া ভোলার, বোরহানউদ্দিন জন্মগত প্রতিবন্ধী সিদ্দিক জানান একটা হুইল চেয়ার এর অভাবে ঘর থেকে বের হতে পারছিলাম না,জীবন ভাই হুইল চেয়ার দেওয়ায় সূর্যের আলো দেখতে পারছি।দীর্ঘ ৩৫ বছর পর হুইল চেয়ার পেয়েছেন ঝালকাঠি জেলার তারা মিয়া। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন একটা চেয়ারের লাইগা কত কানছি কেহ দেয়নায় এহন চেয়ার পাইছি এট্টু বাহিরে যাইতে পারমু… জীবন মাহমুদ এর এমন কর্মকাণ্ডে সারা ফেলেছে পুরো বরিশালে। তিনি জানিয়েছেন দ্রুতই প্রতিবন্ধীদের আয়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা।