রা দেশের ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালদের নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় বরিশালে কমিটি ঘোষণা করা হয়েছে।
দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সারের পেশাগত পরিচিতি নিশ্চিতে আইডি কার্ড প্রদানের উদ্যোগ নেয় সরকার। গত বছরের ২৫ নভেম্বর ভার্চ্যুয়াল আইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সারাদেশের ফ্রিল্যান্সারদের সংগঠিত করতে কাজ করছে সংগঠনটি।
বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ তানজিবা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল জেলা কমিটির চেয়ারম্যান সালেহিন সানি, ভাইস চেয়ারম্যান জিহাদ রানা, সাংগঠনিক সম্পাদক তাওহীদ তুর্য এবং আইসিটি সম্পাদক মিলন হাওলাদারসহ অন্যান্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএফডিস এর ভাইস চেয়ারম্যান জসিন উদ্দিন জয়।
শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল জেলার ফ্রিল্যান্সারদের মানোউন্নয়ন, ফ্রিল্যান্সিং পেশা সম্পর্কে মানুষকে সঠিক ধারণা এবং উদ্বুদ্ধ করা, শিক্ষিত তরুন তরুনীদের এ পেশায় উৎসাহিত করা এবং সঠিক গাইডলাইন দিয়ে ট্রেনিং দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হয়।