শনিবার , ৪ মার্চ ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ব‌রিশা‌লে নানা আয়োজনে আমার সংবাদের প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপন

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৪, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ

বরিশালে পাঠক নন্দিত জাতীয় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সত্যের সন্ধানে প্রতিদিন শ্লোগানে ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত জাতীয় দৈনিকটি অন্যান্য পত্রিকা থেকে আলাদা ও বাস্তবমুখী সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমার সংবাদ এর এগারো বছরে পদার্পন উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর ইউরো কনভেনশন কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন।

কেক কাটা ও আনন্দ অনুষ্ঠান শেষে সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে পত্রিকা হাতে নিয়ে ফটো সেশন করেন। অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে আমার সংবাদ এর দশ বছরের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেন।

এসময় অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের অধ‌্যক্ষ ড. গোলাম কিব‌রিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দি ব‌রিশাল চেম্বার অব কমা‌র্স এন্ড ইন্ডা‌স্ট্রিজ এর নির্বাহী প‌রিচালক এস এম জা‌কির হো‌সেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, ব‌রিশাল টে‌লি‌ভিশন মি‌ডিয়া এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি হুমায়ন কবির, ব‌রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ডেপুটি রে‌জিস্ট্রার বাহাউ‌দ্দিন গোলাপ, জাতীয় পার্টি (জাপা) বরিশাল জেলা ও মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বিসিসি’র কাউন্সিলর (সংরক্ষিত আসন) ও মহানগর মহিলা লীগের সাধারন সম্পাদক কোহিনুর বেগম, সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, বিডি নিউজ টুয়েন্টিফোর এর বরিশাল প্রতি‌নি‌ধি সাঈদুজ্জামন মেমন, দৈনিক ই‌ত্তেফা‌কের ব‌্যু‌রো প্রধান শা‌হিন হা‌ফিজ।

এছাড়া যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান প্রিন্স, বরিশাল রিপোর্টার্স ইউনি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, ঢাকা পো‌স্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মে‌হেদী হাসান, ঢাকা মেই‌লের বরিশাল প্রতি‌নি‌ধি শাওন খান, ইন্ডি‌পে‌ন্ডেন্ট টে‌লি‌ভিশ‌নের রি‌পোর্টার আলা‌মিন জুয়েল, প্রতিদিনের বাংলাদেশ’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, বরিশাল নিউজ এ‌ডিটরস কাউ‌ন্সি‌লের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, দৈ‌নিক যুগান্ত‌রের রি‌পে‌ার্টার অ‌নিকেত মাসুদ, গ্লোবাল টি‌ভির ব‌রিশাল প্রতি‌নিধি মজিবর রহমান না‌হিদ, ঢাকা প্রকাশের বরিশাল প্রতিনিধি সুকান্ত অপি, বাংলা টিভির বরিশাল ব্যুরো প্রধান এফ এম নাজমুল রিপন, ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় সাংবা‌দিক স‌মি‌তির সভাপ‌তি ওবায়দুর রহমান, নিউজ এ‌ডিটরস কাউ‌ন্সি‌লের সাধারণ সম্পাদক খন্দকার রা‌কিব, ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির দপ্তর সম্পাদক রা‌সেল হোসেন, মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক আলা‌মিন সাগর, সত্য সংবাদ পত্রিকার বার্তা প্রধান সৈয়দ বাবু, বরিশাল ক্রাইম নিউজের বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমার সংবাদের ব্যুরো প্রধানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল, তরুন সাংবাদিক ফোরামসহ প্রিন্ট, ইলেকট্রনিক্স অনলাইন গণমাধ্যমের সহকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আলোচনা শেষে কেক কাটা হয়।

 

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি