লালমোহন প্রতিনিধি ॥ লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক, বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি ও দৈনিক যুগান্তর লালমোহন প্রতিনিধি সাংবাদিক জসিম জনির মেয়ে প্রাথমিক বৃত্তির ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।
জীবনের প্রথম পরীক্ষায় (৫ম শ্রেণির বৃত্তি) ট্যালেন্টপুল পেয়েছে সাংবাদিক কন্যা তাসনিম তাহসিন।
লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ থেকে ১৫ জন পরীক্ষা দিয়ে ২জন ট্যালেন্টপুল ও ৯জন সাধারণসহ মোট ১১ জন বৃত্তি পায়। কন্যার এমন অর্জনে সন্ধ্যায় প্রেসক্লাবের সকল সাংবাদিকদের খুশিতে মিষ্টি মুখ করানো হয়েছে । তাহসিনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন জসিম জনি।
(Visited ১ times, ১ visits today)