শনিবার , ৪ মার্চ ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে প্রস্তাবিত নীতিমালা প্রত্যাহারের দাবিতে মোটরবাইক চালকদের মানববন্ধন

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৪, ২০২৩ ২:২৯ পূর্বাহ্ণ

মোটরসাইকেল চলাচলে প্রস্তাবিত জনবিরোধী নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের মোটরবাইক চালকরা। ৩০ কিলোমিটার কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে দুইজনের বেশি বাইক চালানো যাবেনা, এমন বিধানের তীব্র সমালোচনা করেন তারা। পাশাপাশি দেশের টাকায় নির্মিত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি জানানো হয়।

শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করেন বরিশাল বাইকিং কমিউনিটির নেতৃবৃন্দরা। এতে বরিশালের সর্বস্তরের বাইকার ও লেডি বাইকাররা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাইকাররা অভিযোগ করেন শহরে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশিগতিতে চালানো যাবেনা। মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না। মহাসড়কে আরোহী পরিবহন করা যাবেনা। ঈদ-পূজার আগে ও পরে ১০ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। পরিবহন মালিকদের স্বার্থ রক্ষা করে এসব নীতিমালা গ্রহণযোগ্য নয়। তাই মনগড়া এসব নীতিমালা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা আরও বলেন, সড়কে সাইকেল বা রিকশার গতি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার। সেখানে মোটরসাইকেলের মতো একটি বাহনের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কখনই গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকারকে বির্তকিত করতেই সরকারের মধ্যে ঘাঁপটি মেরে থাকা একটি বিশেষ মহল এই মনগড়া নীতিমালার প্রস্তাব দিয়েছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাইকার রফিকুল ইসলাম লাবু, দিলরুবা রেজা, জাহিদুল ইসলাম প্রমুখ

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি