স্টাফ রিপোর্টার ॥
শৃংখলার কারণে ইউনিফর্ম পড়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে আসার নির্দেশনা দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাশপাশি যে সব কলেজে নির্ধারিত পোষাক নেই তাদের মার্জিত পোষাক পড়ে আসার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে সচেতন হওয়ার জন্য র্নিদেশনা প্রদান করেছে পরীক্ষার্থী, অভিবাবক, অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে। গত সোমবার বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েভ সাইটে এ নির্দেশনা প্রদান করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আনোয়ারুল আজিম। এব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, গত বছর ধরে এ কার্যক্রমটি চালানো হচ্ছে। এতে পরীক্ষার্থী কোন কলেজের সেটা যেমন চিহিৃত হয়, তেমনি এটি শৃংখলার একটি বিষয়। তিনি বলেন, পরীক্ষাও লেখা পড়ার একটি পর্ব। সেখানেও শৃংখলা সহকারে কলেজের নির্দিষ্ট পোষাক পড়ে আসতে হবে।
(Visited ৫ times, ১ visits today)