রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে ১৩ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টায় শেওড়াপাড়ার আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন মাহমুদুল হাসান (৪১), স্ত্রী মীম আক্তার (২২) ও ভাতিজা মো. সোহাগ মিয়া (৩৭)।
জানা গেছে, আসামি মাহমুদুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করে। ব্যবসায় সহযোগিতা করেন স্ত্রী ও ভাতিজা।
পুলিশ জানায়, শনিবার আলী ভবনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আলমারিতে রাখা ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬শ ও মীমের কাছ থেকে ৪শসহ মোট ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৯ লাখ। আসামি মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসিন বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
(Visited ১ times, ১ visits today)