হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিন সন্তানের জন্ম দিলেন ভারতের মধ্যপ্রদেশের এক গৃহবধূ।
শুক্রবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের রায়সেন জেলায় এ ঘটনা ঘটে। গৃহবধূ জ্যোতি বাইয়ের বাড়ি পিপলিয়া গলি গ্রামে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতি বাইয়ের শুক্রবার সন্ধ্যায় পেটে যন্ত্রণা শুরু হয়। তাকে প্রথমে গোহরগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোপালের সুলতানিয়া হাসপতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পথে আম্বুলেন্সের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয় জ্যোতির। সেখানেই তিনি তিনটি সন্তানের জন্ম দেন।
চিকিৎসক সন্দীপ মারান জানান, ওই নারী ও তার তিন সন্তানকে সুলতানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মা ও তার শিশু সন্তানরা ভালো আছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তারা।
(Visited ১ times, ১ visits today)