মোঃ শাহাজাদা হিরা.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
গতকাল ২৯ মার্চ সকাল ১০ টায় নগরীর আশ্বিনী কুমার হল চত্বরে। বরিশাল সচেতন নগরবাসীর আয়োজনে নগরবাসীর মাঝে বিশুদ্ব খাবার পানি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করাহয়। বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির, নদী খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু, ইডিএস সভাপতি এ্যাড সুভাষ চন্দ্র বিপ্ল বেদান্তি, পরিবেশ সদস্য জাকির হোসেন, সি ডি পির প্রধান উপদেস্টা বি আর খান, লিটন বয়ান বেলা সমন্বয়কারী, প্রান্তজন নির্বাহী পরিচালক এস এম শাহজাদা, এস ইউ ভি ও নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, নাগরিক উদ্যোগের, সহকারী উপজেলা সমন্বয়কারী মোঃ শাহাদাজা হিরাসহ প্রমুখ ।এসময় বক্তারা বলেন আগামী এক সপ্তাহের ভিতর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে বিদ্যুৎ সংযোগ সহ পানি সরবরাহ চালু করা না হলে নগরবাসীদের নিয়ে কঠোর আন্দোল করা হবে বলে হুসিয়ারী উচ্চরন করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবী তুলেন বরিশাল নগরীতে অভিলম্ভে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সহ প্লান্ট চালু করে নগরবাসীর মাঝে বিশুদ্ব খাবার পানি নিশ্চিত করার দাবীতে আজ এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। প্রায় দেড় বছর আগে নগরীতে প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ের ১৬ এম.এল.ডি ক্ষমতা সম্পন্ন দুটি সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মিত হয়। একটি নগরের আমানতগঞ্জ ও অপরটি রুপাতলীতে স্থাপন করা হয়। কিন্তু সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি মুখ থুবরে পড়ে আছে। যার মাধ্যমে নগরীতে প্রতিদিন ৩ কোটি ২০ লাখ লিটার পানি উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। অথচ বকেয়া বিলের কারনে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না সংশ্লিস্ট বিভাগ। এর ফলে একদিকে প্লান্ট দুইটির মালামাল নষ্ট হবার পর্যায়ে অপরদিকে নগরবাসীর কাংক্ষিত পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের বলেন, নগরীতে তীব্র পানির সংকট রয়েছে। অথচ নগরীর দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের পানির চাহিদা পূরন কবতে পারলেও সংশ্লিস্ট বিভাগের গাফেলতির কারনে পড়ে আছে। এ দুটি চালু করা গেলে নগরবাসীর পানির ঘাটতি মিটেনো যেত। কিন্তু ওজোপাডিকো পাম্পে বিদ্যুৎ সংযোগ প্রদান না করায় নগরবাসী সুপেয় পানি থেকে বঞ্চিত। এ অবস্থা থেকে জনগনকে পরিত্রান দিতে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সংশ্লিস্ট বিভাগের দৃষ্টি আকষণ করছি। পরে তার বরিশাল জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট বিভাগে স্মারকলিপি প্রদান করেন।
(Visited ১১ times, ১ visits today)