শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৫:২৫ পূর্বাহ্ণ

আগামী ১৫ ফেব্রুয়ারী শুরু হয়ে ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক মাহফিল। মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এ আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।

বিএমপি পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, রেপিড একশন ব্যাটেলিয়ানের প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, পিডিবির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এসময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা , নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, স্বেচ্ছাসেবী দল সহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা পূর্বক বিএমপি কমিশনার প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য উর্দ্বতন কর্মকর্তারা।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি