আগামী ১৫ ফেব্রুয়ারী শুরু হয়ে ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক মাহফিল। মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এ আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিএমপি পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, রেপিড একশন ব্যাটেলিয়ানের প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, পিডিবির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এসময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা , নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, স্বেচ্ছাসেবী দল সহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা পূর্বক বিএমপি কমিশনার প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য উর্দ্বতন কর্মকর্তারা।